Posts

Showing posts from July, 2022

উম্মে মা'বাদের ঘটনা

 উম্মে মা'বাদের ঘটনা ❤️❤️❤️ মদিনার পথে দানশীল আবু মা’বাদের বাসস্থান। তার স্ত্রীর নাম উম্মে ম’বাদ । ছোট তাঁবু আর এক পাল মেষ নিয়ে তার সংসার। ক্লান্ত খুদার্থ পথিকদের তাঁরা আশ্রয় দেন। সাধ্যমত খাদ্য ও পানীয় দিয়ে পথিকদের সেবা করেন তাঁরা। মহানবী (সাঃ) এর কাফিলা গিয়ে সেখানে হাজির হলো। আবু মা’বাদ তখন গৃহে ছিলেন না, মেষ চরাতে গেছেন। আবু মা’বাদের স্ত্রী উম্মে মা’বাদকে জিজ্ঞাসা করা হলো, কিছু খাদ্য-পানীয় কিনতে পাওয়া যাবে কিনা। উম্মে মা’বাদ খুবই দুঃখ প্রকাশ করে বললেন, “না, কোন খাবার নেই। থাকলে মূল্য দিতে হতো না। আমি নিজেই ওগুলো হাজির করতাম আপনাদের কাছে। এখন আমার কাছে দেবার মত কিছুই নাই । উম্মে মা’বাদের তাবুর পাশে দুর্বল একটা ছাগী শুয়ে ছিল। মহানবী(সা) উম্মে মা’বাদকে বললেন, ঐ ছাগী দোহন করে দুধ নেয়া যেতে পারে কি? উম্মে মা’বাদ বড় আনন্দের সাথেই বললেন, ‘ছাগীটি শীর্ণ দুর্বল বলে পালের সাথে জায়নি,তার স্তনে দুধ নেই। যদি স্তনে তার দুধ থাকে তাহলে নিতে পারেন।’ মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) বিসমিল্লাহ বলে দুধ দোহন শুরু করলেন। যে দুধ পাওয়া গেল তা কাফিলার সদস্যদের পরিতৃপ্তির জন্য যথেষ্ট হলো। মহানবী (সাঃ